সীতাকুণ্ডে অস্ত্র কারখানার সন্ধান, আটক ৪
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৯:৩৫ পিএম
অস্ত্রসহ আটক চারজন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় বিপুল অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- আমিনুল ইসলাম (৪০), মোহাম্মদ রুমন (২১), মো. আশিক (৩৬) ও কামরুল হাসান রিদওয়ান (২৯)। এর মধ্যে আশিক ও কামরুল হাসান রিদওয়ানের বাড়ি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আমিনুল ইসলামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায় এবং রুমনের বাড়ি কক্সবাজারের মহেশখালী।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সলিমপুরের ছিন্নমূল এলাকার গহীন পাহাড়ের ভেতরে থাকা অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ওই কারখানা থেকে ৬টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, চার্জারসহ ২টি ওয়াকিটকি, ১টি মেগাফোন, ৪টি প্যারাস্যুট ফ্লেয়ার এবং অন্য অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। আটক চারজনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান, তারা বিষয়টি জানতে পেরেছেন। তবে এখনো আটকদের থানায় হস্তান্তর করা হয়নি। তাদের থানায় নিয়ে আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
