Logo
Logo
×

সারাদেশ

সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১০:৪০ পিএম

সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

যুগান্তরের সাংবাদিক প্রণয় ভৌমিক। ছবি: যুগান্তর

সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের সাংবাদিক প্রণয় ভৌমিককে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় নিজের নিরাপত্তার স্বার্থে শনিবার প্রণয় রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

প্রণয় দৈনিক যুগান্তরের রায়পুরা উপজেলা প্রতিনিধি ও রায়পুরা প্রেস ক্লাবের সদস্য।

গত ১৯ আগস্ট যুগান্তরে প্রকাশিত একটি সংবাদের পর এ ঘটনা ঘটে। ‘সীমানা জটিলতায় রায়পুরার চানপুর ইউপি নির্বাচন ১৪ বছর ধরে স্থগিত’ সংবাদটি প্রকাশের পর থেকেই অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি তাকে বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকে।

প্রণয় ভৌমিক জানান, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। দীর্ঘদিন ধরে আমি রায়পুরার বিভিন্ন সমস্যা জনগণের সামনে তুলে ধরেছি। চানপুর ইউনিয়নের দীর্ঘদিনের নির্বাচন স্থগিত থাকার বিষয়টি তুলে ধরার পর থেকেই আমি হুমকির সম্মুখীন হচ্ছি। ফলে নিজের নিরাপত্তার কথা ভেবে থানায় জিডি করেছি।

রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ‘আমরা সাংবাদিককে হুমকির একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম