Logo
Logo
×

সারাদেশ

দুই অবৈধ যানের সংঘর্ষে প্রাণ গেল মুয়াজ্জিনের

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৯:১৫ পিএম

দুই অবৈধ যানের সংঘর্ষে প্রাণ গেল মুয়াজ্জিনের

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ যান ইজিবাইক-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে বরকত আলি মোল্লা নামে মসজিদের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে উপজেলার মুক্তারপুর মোল্লাবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বরকত আলি (৫২) উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত বুদো মোল্লার ছেলে। তিনি হাতিভাঙ্গা মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

দামুড়হুদা সদর ইউপির সদস্য হাসান আলি জানান, বরকত আলি সকালে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়ক দিয়ে কার্পাসডাঙ্গায় বাজার করে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিল। বেলা ১১টার দিকে ইজিবাইকটি মুক্তারপুর মোল্লাবাজার নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান আলমসাধুর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় ও বরকত আলি সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দামুড়হুদা মডেল থানার এসআই মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম