Logo
Logo
×

সারাদেশ

কানে হেডফোন: ট্রেনে কাটা পড়ে ফুচকা বিক্রেতা নিহত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

কানে হেডফোন: ট্রেনে কাটা পড়ে ফুচকা বিক্রেতা নিহত

ছবি: সংগৃহীত

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে  আবদুল বারী (৩০) নামে এক ফুচকা বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের কামারগাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবদুল বারী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলীরহাট গ্রামের আবদুল আজিজের ছেলে। তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকায় শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। শহরের কামারগাড়ি এলাকায় করতোয়া মাল্টিমিডিয়া স্কুলের সামনে ফুচকা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার বেলা ১০টার দিকে ঢাকা ছেড়ে আসা লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন বগুড়া রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। কামারগাড়িতে সরকারি আজিজুল হক কলেজ নতুন অতিক্রম করার সময় আবদুল বারী কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। ট্রেনের পরিচালক বার বার হর্ণ দিলেও তিনি শুনতে পাননি। পরে ট্রেনে কেটে আবদুল বারীর মর্মান্তিক মৃত্যু হয়।

মঙ্গলবার দুপুরে বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই রেজাউল জানান, নিহত ফুচকা বিক্রেতা আবদুল বারীর মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম