বাকৃবি শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
ছবি: বাকৃবি শিক্ষার্থীদের আব্দুল জব্বার মোড়ে রেললাইন অবরোধ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা হল বন্ধের নির্দেশ প্রত্যাখ্যান করে ঘোষিত ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন। মঙ্গলবার বেলা ১১টায় তারা বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে রেললাইন অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দুপুর ১টায় শিক্ষার্থীরা কোষাধ্যক্ষ ভবন ও বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পূবালী ব্যাংকে তালা দেন।
গত ৩১ আগস্ট পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলনের সময় কিছু বহিরাগত দুর্বৃত্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন এবং ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেন। শিক্ষার্থীরা এই নির্দেশ প্রত্যাখ্যান করে হল না ছেড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন।
মিছিল ও অবস্থান কর্মসূচির সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং ছয় দফা দাবির প্রতি জোর দেন। শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো— হল বন্ধের নোটিশ প্রত্যাহার করা, হলগুলোতে চলমান সব সুবিধা নিশ্চিত করা, প্রশাসনের ব্যর্থতার জন্য প্রক্টরিয়াল বডি ও উপাচার্যকে দায়িত্ব গ্রহণ ও ক্ষমা চাওয়াতে বাধ্য করা, হামলায় জড়িত শিক্ষক ও বহিরাগতদের শাস্তি নিশ্চিত করা, একক কম্বাইন্ড ডিগ্রি প্রদান।
দাবি পূরণ না হওয়ায় বিকাল ৪টায় শিক্ষার্থীরা পুনরায় রেললাইন অবরোধ করেন। আড়াই ঘণ্টার অবরোধের পর তারা কেআর মার্কেটে অবস্থান নেন এবং রাত ৯টায় পুনরায় রেললাইন অবরোধের ঘোষণা দেন।
