Logo
Logo
×

সারাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসারসহ ৩ জন খালাস

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসারসহ ৩ জন খালাস

বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলা প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসারসহ তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

বগুড়ার স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ রায় দেন।

মঙ্গলবার বিকালে আসামিপক্ষের আইনজীবী একেএম মাহবুবর রহমান এ তথ্য জানিয়েছেন।

খালাস পাওয়া আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল, বগুড়া এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান রানা এবং সড়ক ও জনপথ বগুড়া সার্কেলের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান।

মামলা সূত্র জানায়, গত ২০০৫ সালের ১ এপ্রিল হতে ২০০৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঠিকাদারি কাজে আসামিদের বিরুদ্ধে এক কোটি ৪৭ লাখ টাকা অনিয়মের অভিযোগ উঠে। দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক আবদুল বাছেত ২০০৮ সালের ১৩ মে তাদের বিরুদ্ধে মামলা করেন। একই কর্মকর্তা তদন্ত শেষে ২০১০ সালে খালাস পাওয়া তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল, বগুড়া এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান রানা এবং সড়ক ও জনপথ বগুড়া সার্কেলের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে খালাস দেন।

রাষ্ট্রপক্ষে দুদকের পিপি উত্তম কুমার এবং খালাসপ্রাপ্তদের পক্ষে অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, অ্যাডভোকেট আতাউর রহমান ও অ্যাডভোকেট জাহিদুল ইসলাম বাচ্চু মামলা পরিচালনা করেন।

দুদকের অপর পিপি এসএম আবুল কালাম আজাদ জানান, সাক্ষ্য প্রমাণে ব্যর্থ হওয়ায় আসামিরা ওই মামলা থেকে খালাস পেয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী একেএম মাহবুবর রহমান বলেন, ২০০৮ সালের দিকে উল্লিখিত তিনজনের বিরুদ্ধে দুদক থেকে দুটি জোড়াতালি দেওয়া মিথ্যা মামলা করা হয়েছিল। একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল ও বগুড়া এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান রানাকে আসামি করা হয়। অপর মামলায় এরা দুজন ছাড়াও সড়ক ও জনপথ বগুড়া সার্কেলের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে আসামি করা হয়েছিল।

মামলায় অভিযোগ করা হয়, আনিছুর রহমান রানা সাবেক প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসারকে দেওয়ার জন্য ঠিকাদারের কাছে টাকা চেয়েছিলেন। কিছুদিন আগে প্রথম মামলার দুই আসামিকে আদালত খালাস দেন। এছাড়া গত সোমবার দ্বিতীয় মামলায় তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম