Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণের শিকার ১১ বছরের শিশু, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

ধর্ষণের শিকার ১১ বছরের শিশু, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

ফাইল ফটো

যশোরে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে অভয়নগর উপজেলার তালতলা এলাকায় স্কুলের সামনে থেকে ছুরি দেখিয়ে ধরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় জড়িত আব্দুল মান্নান নামের এক ফেরিওয়ালাকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।

শিশুটি স্থানীয় একটি স্কুলে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। আর ধর্ষক আব্দুল মান্নান যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। তিনি অভয়নগরের গুয়াখোলা এলাকায় ভাড়া থাকেন। 

নির্যাতিত শিশু ও তার স্বজনরা জানায়, মেয়েটি বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে। এসময় সে তার মাকে জানায় এক ফেরিওয়ালা তাকে স্কুলের সামনে থেকে ছুরি দেখিয়ে ডেকে একটি দেওয়ালের পেছনে নিয়ে ধর্ষণ করে। এরপর তারা বিষয়টি অভয়নগর থানায় জানান এবং মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তারা জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফেরদাউস শান্ত জানান, নির্যাতিত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে  যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।

অভয়নগর থানার ওসি কেএম  রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ অভিযানে নামে এবং অভিযুক্ত আব্দুল মান্নানকে রাত ১০টার দিকে তার গুয়াখোলা এলাকার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম