Logo
Logo
×

সারাদেশ

নড়াইলে পাখির আবাসস্থল নষ্ট করার অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

Icon

নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

নড়াইলে পাখির আবাসস্থল নষ্ট করার অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

নড়াইলের লক্ষীপাশা চৌরাস্তা সংলগ্ন লোহাগড়া উপজেলা গেটের সামনে একটি আমগাছের ডালপালা কেটে শত শত চড়ুই পাখির আবাসস্থল নষ্ট করার অভিযোগে একজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রিয়াদের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।

রায় অনুযায়ী, অভিযুক্ত মুজিবুর রহমান পান্নাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ডালপালা কাটা গাছে নতুন পাতা গজানোসাপেক্ষে আপাতত চড়ুই পাখির বসবাসের জন্য ১০টি ছিদ্রযুক্ত মাটির হাঁড়ি বেঁধে দেওয়ার আদেশ দেন।

জানা গেছে, গত রোববার (৩১ আগস্ট) ভোরে অভিযুক্ত মুজিবুর রহমান পান্না নড়াইল-যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের লক্ষীপাশা চৌরাস্তা সংলগ্ন সরকারি জমির ওপর একটি আমগাছের সব ডালপালা কেটে দেন। ওই গাছে প্রতিদিন সন্ধ্যায় হাজারও চড়ুই পাখি বাস করত। ডালপালা কাটা হওয়ায় পাখিরা গাছে ফিরে আসতে পারছিল না। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।

এরপর পাখির আবাসস্থল নষ্টের এ ঘটনায় লোহাগড়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন। ভ্রাম্যমাণ আদালত অভিযোগটি যাচাই-বাছাই শেষে ব্যবসায়ী মুজিবুর রহমান পান্নাকে জরিমানা করেন এবং ডালপালা কাটা গাছে মাটির হাঁড়ি বসানোর নির্দেশ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম