বাড়ির পাশের কাঁঠাল গাছে ঝুলছিল তরুণের লাশ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের বাঞ্চারামপাড়া এলাকা থেকে মো. জাহিদ হাসান (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহিদ ওই এলাকার আলী আশরাফের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর জাহিদের বাড়ির অদূরে কাঁঠাল গাছে লাশটি দেখতে পায় তারই স্ত্রী। পরে জাহিদের স্ত্রীর চিৎকার শুনে এলাকাবাসী এসে লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান বলেন, লাশ উদ্ধার করে রাতে নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। সকালে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি।
