Logo
Logo
×

সারাদেশ

ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ভিড়

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম

ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ভিড়

রাজবাড়ীর কালুখালীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে ঘাটে ভিড় করেন দর্শকরা। ছবি: যুগান্তর

রাজবাড়ীর কালুখালী উপজেলার বড় কলকলিয়া বিলে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে ঘাটে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এতে অংশ নেন আশপাশের এলাকাসহ বিভিন্ন এলাকার প্রতিযোগীরা। দর্শকদের করতালি ও উল্লাসে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

বুধবার নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল পর্ব ছিল। উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া যুব সংঘ আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা বিকালে শেষ হয়।

আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবের আমেজ তৈরি হয়, যা দেখতে হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর বিলের পাড়ে হাজির হন। দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে নৌকাবাইচ।

ঘাট এলাকায় নৌকাবাইচ দর্শকদের উপভোগের পাশাপাশি বিলের পাশে বসেছিল গ্রামীণ মেলা। বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। দর্শনার্থীরা নৌকাবাইচ দেখার পাশাপাশি মেলাও উপভোগ করেন।

পরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি টেলিভিশন ও তৃতীয় পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি টেলিভিশনসহ দেওয়া হয় আকর্ষণীয় পুরষ্কার ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শাজাহান মন্ডল, মিজানুর রহমান, জসিম মোল্লা, আনিছুর রহমান কাঞ্চন, হিমেল রহমান, সবুজ মল্লিক, রাশেদ বিশ্বাস, সাবু মন্ডল প্রমুখ।

এ ধরনের গ্রামীণ আয়োজনকে ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে ধরে রাখার জন্যই এ আয়োজন বলে মন্তব্য করেন বক্তারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম