ওসমানীনগরে ভারতীয় বিড়িসহ আটক ১
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের ওসমানীনগরে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় অবৈধ নাসির বিড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক সুব্রত করকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারের একটি গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন মোবাইল কোর্ট পরিচালনা করেন। আটক সুব্রত উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের সত্যেন্দ্র করের ছেলে।
র্যাব-৯ এর এসপি গোলাম কিবরিয়ার নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ ঘটনায় র্যাবের এসআই আব্দুল জলিল বাদী হয়ে ওসমানীনগর থানায় করেন।
অভিযানকালে ১৪ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৮ লাখ ৭ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয় এবং সুব্রত করকে আটক করা হয়।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় আমাদের সঙ্গে থাকা র্যাব-৯ সাধারণ মামলা করার জন্য ব্যবস্থা নিয়েছেন। আটক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদুল হাসান রিপন বলেন, র্যাবের একজন এসআই বাদী হয়ে মামলা করেছে। আটক সুব্রতকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
