নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদতবার্ষিকী পালিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলে বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদনগরে জেলা প্রশাসনের আয়োজনে শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, কোরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেয়। পরে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
শাহাদতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী প্রমুখ।
