Logo
Logo
×

সারাদেশ

চাচার শাবলের আঘাতে জামায়াত নেতার মৃত্যুর অভিযোগ

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম

চাচার শাবলের আঘাতে জামায়াত নেতার মৃত্যুর অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা কামাল হোসেনের হামলায় সানোয়ার হোসেন (২৯) নামে এক জামায়াত নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত কামালের ছেলে রাকিব হোসেন ও রাহাত হোসেনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতি বাড়তে এ ঘটনা ঘটে। 

ঘটনার সময় সানোয়ারকে বাঁচাতে এলে হামলায় তার মা হাসিনা বেগম ও ছোট ভাই আরিফ হোসেন আহত হন। 

নিহত সানোয়ার কাঞ্চনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতের আমির।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কামাল ও তার ভাতিজা সানোয়ারদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমির বিরোধকে কেন্দ্র করেই বাড়ির পুকুরঘাটে গেলে সানোয়ারদের ওপর কামালরা হামলা চালায়। এ সময় ধারালো শাবল দিয়ে কামাল তার ভাতিজা সানোয়ারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে অভিযোগ করা হয়েছে।

নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি সানোয়ার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। আমার শাশুড়ি ও দেবরকেও মারধর করা হয়েছে। 

আহত হাসিনা বেগম হাসপাতালে গণমাধ্যমকে বলেন, কামাল ও তার ছেলেরা প্রায়ই আমাদের ওপর হামলা করে। এবার আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এ ঘটনার বিচার চাই।

উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী বলেন, পারিবারিক দ্বন্দ্বে জামায়াতের ওয়ার্ড আমির সানোয়ারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম