Logo
Logo
×

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে আগুন

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে আগুন

কার্যক্রম নিষিদ্ধ ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফাতেহপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম খাজা আহমেদ ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাতে বাড়ির কেয়ারটেকার নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়ে সটকে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়েছে। এতে হল রুমে নিরাপত্তা রক্ষিত কেয়ারটেকারের আসবাবপত্র কাপড় চোপড় এবং নিচতলার ড্রয়িংরুমের কিছু অংশ পুড়ে যায়। দুর্বৃত্তরা বাড়ির ২য় তলার দরজা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়ে সিঁড়ি ও দরজায় একইভাবে আগুন ধরিয়ে দেয়।

২০২৪ সালের ৫ আগস্টের আগে থেকে বাড়িতে কেউ থাকে না। জহির উদ্দিন মাহমুদ লিপটন পরিবারের অপর সদস্যরা সরকারী চাকুরীর সুবাদে এলাকার বাহিরেই থাকে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বীর মুক্তিযোদ্ধা মরহুম খাজা আহমেদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন লাগার সুনির্দিষ্ট কোনো কারণ আইনশৃঙ্খলা বাহিনী জানাতে পারেনি।

 

এ ঘটনায় জহির উদ্দিন মাহমুদ লিপটন সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে উল্লেখ করেন, আগুনের ঘটনায় তিনি বিচলিত নন। যেখানে ৩২ নম্বরে আগুন দিয়েছে, সেখানে এই বাড়িতে কিছুই না।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়োজিদ আকন বলেন, আগুন কীভাবে লেগেছে এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম