Logo
Logo
×

কোভিড-১৯

আগৈলঝাড়ায় দোকান ভাড়া মওকুফের ঘোষণা ভবন মালিকের

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৩:২৩ পিএম

আগৈলঝাড়ায় দোকান ভাড়া মওকুফের ঘোষণা ভবন মালিকের

করোনার প্রভাব বিস্তার রোধে সরকারি নির্দেশে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পরে ভাড়াটিয়াদের ঘর ভাড়া মওকুফের ঘোষণা দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন আগৈলঝাড়ার ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রাসেল মিয়া।

আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পয়সারহাট হাইওয়ে সড়কের পাশে অবস্থিত ১৪টি ঘরের মালিক সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মরহুম আবদুর রশিদ মিয়ার ছেলে মো. রাসেল মিয়া।

তিনি জানান, করোনা এখন আন্তর্জাতিক দুর্যোগ। জাতীয়ভাবে করোনা দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসা উচিত। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন ব্যবসায়ীরা। তাছাড়া ওই সব ব্যবসায়ী নিজেদের, পরিবার সদস্য ও প্রতিবেশীদের নিরাপত্তার কথা চিন্তা করে তার মালিকানাধীন দোকানের মার্চ মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন।

বরিশাল করোনাভাইরাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম