Logo
Logo
×

কোভিড-১৯

করোনা রোগী চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী দিল ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৪:৫৮ পিএম

করোনা রোগী চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী দিল ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট

সামগ্রী সরবরাহকাল ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট্রের সদস্যরা। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দানে নিয়োজিত চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট নামের একটি সংগঠন৷
 
চিকিৎসকদের করোনা ঝুঁকি কমাতে ও করোনা রোগীদের সেবায় আরও বেশী মনযোগী হতে সহায়তা দানের উদ্দেশ্যে বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নিয়েছে সংগঠনটি।

সে লক্ষ্যে গত ২১ মার্চ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করে ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট ৷

সেদিন দুপুরে ট্রাস্টের সভাপতি ডা. মোবারক হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জামিল আহমদের নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন৷

ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ ট্রাস্টের এ উদ্যোগের প্রসংশা করে এভাবে সব সময় চিকিৎসকদের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানান৷

নিজেদের এ কর্মসূচির বিষয়ে ট্রাস্টের সভাপতি ডা. মোবারক হোসেন বলেন, আমাদের এই  শুরু থেকেই চিকিৎসকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সেজন্যই এর নাম ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট৷ এবার করোনাভাইরাস পরিস্থিতিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা দানকারী চিকিৎসকদের পাশে দাঁড়ালাম আমরা৷

তিনি বলেন, আমরা ট্রাস্টের পক্ষ থেকে হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক ও স্যানিটাইজার প্রদান করেছি৷ শুরুতেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিতরণ করা হয়েছে৷ পর্যায়ক্রমে সব হাসপাতালে সুরক্ষা সামগ্রী বিরতণ করা হবে৷

ট্রাস্টের কমিউনিকেশন ডিরেক্টর এস এম মামুন বলেন, ট্রাস্টের সম্পদ সীমিত৷ এই সীমিত সামর্থ্য দিয়ে বিপুল চাহিদা পূরণ করা অসম্ভব৷ সে লক্ষ্যে আমরা তহবিল সংগ্রহ করছি৷ দুর্যোগ মোকাবেলায় ট্রাস্টের তহবিলে সহযোগিতায় সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানাই ৷

সাহায্য পাঠানোর জন্য:

মোবারক হোসাইন
অ্যাকাউন্ট নাম্বার: 00180310042352
ট্রাস্ট ব্যাংক লিমিটেড

মো. আজমাইন ইকতিদার
অ্যাকাউন্ট নাম্বার: 183151143566
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড

বিকাশ (পার্সোনাল):
01842500603
01842500604

রকেট (পার্সোনাল):
018425006039
017828706439

করোনাভাইরাস ট্রাস্ট পিপিই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম