Logo
Logo
×

কোভিড-১৯

কুড়িগ্রামে প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোরের আত্মহত্যা

Icon

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০৫:১০ পিএম

কুড়িগ্রামে প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোরের আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে প্রেমে ব্যর্থ হয়ে গলায় রশি দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে।

সোমবার উপজেলার ছিনাই ইউনিয়নের প্রত্যন্ত পল্লী কিংছিনাই গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামের ইনছান আলীর পুত্র ইসমাইল হোসেনের (১৫) সঙ্গে একই এলাকার এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তাদের সম্পর্কের মধ্যে পারিবারিকভাবে বাধার সৃষ্টি হয়।

রোববার রাতে তার বাবার সঙ্গে ঘুমায়। শেষ রাতে সবার অগোচরে বাড়ির পাশে পেয়ারা গাছে সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ওই রাতেই বাড়ির লোকজন খোঁজা-খুঁজি করে পেয়ারা গাছে ঝুলন্ত লাশ দেখতে পায়। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ইসমাইল হোসেনের লাশ গাছে ঝুলতে দেখে।

খবর পেয়ে সোমবার রাজারহাট থানার এসআই  ফরিদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, বেশ কয়েকদিন ধরে ইসমাইল হোসেন ওই মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। কিন্তু উভয়পক্ষের অসম্মতির কারণে ছেলেকে কয়েক দফা মারধর করে শাসন করেছে তার বাড়ির লোকজন। হয়তো এ ক্ষোভেই সে আত্মহত্যা করতে পারে।

রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার বলেন, সোমবার এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

কুড়িগ্রাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম