গফরগাঁওয়ে কর্মহীন পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৪:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া ৬০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে পাগলা থানাধীন লংগাইর ইউনিয়ন চেয়ারম্যান আবদুল্লাহ আল আমীন বিপ্লব ব্যক্তিগত উদ্যোগে নিজের হাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করেন।
নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল আমীন বিপ্লব ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের কুকসাইর, মাইজবাড়ি, লংগাইর, শৈলসাব, বাগবাড়ি ও বাঙ্গালকান্দি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ৬০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।
এ সব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু ও একটি সাবান।
ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল আমীন বিপ্লব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজের পরামর্শে এ কর্মসূচি হাতে নেয়া হয়। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জনসমাগম এড়াতে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।
এ ছাড়াও ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল বিপ্লব ইউনিয়নের বাজারগুলোতে মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ করেন।
