Logo
Logo
×

কোভিড-১৯

চট্টগ্রামে করোনায় মারা গেলে দাফন করবে সিটি কর্পোরেশন

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৫:১২ পিএম

চট্টগ্রামে করোনায় মারা গেলে দাফন করবে সিটি কর্পোরেশন

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কেউ মারা গেলে তার দাফন ও দাহ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ইসলামিক ফাউন্ডেশন।

চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, করোনা মোকাবেলায় রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধিদের বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রামে করোনা পরিস্থিতি ও পরবর্তী করণীয় ঠিক করা হয়েছে।

সভায় বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত এখানে কেউ মারা গেলে বিশ্ব স্বাস্থ্যসংস্থার নির্দেশিত পন্থা অনুযায়ী দাফন বা দাহ করা হবে। এ দায়িত্ব পালন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনকে লোক প্রস্তুত রাখতে বলা হয়েছে।

করোনাভাইরাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম