Logo
Logo
×

কোভিড-১৯

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিচ্ছে রাবি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৪:৫৯ পিএম

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিচ্ছে রাবি

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের বাসভবনে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী।

তিনি বলেন, সারাবিশ্ব থমকে গেছে করোনাভাইরাসের আক্রমণে। বাংলাদেশও এ আক্রমণের শিকার। তাই এ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী বলেন, এ অবস্থায় অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যের জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্যোগকালে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সঙ্গে বুধবার এক জরুরি সিন্ডিকেট সভায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

করোনাভাইরাস রাজশাহী বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম