Logo
Logo
×

কোভিড-১৯

নিউইয়র্কে করোনা কেড়ে নিল বাংলাদেশি ২ ভাইয়ের প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৯:৩৮ এএম

নিউইয়র্কে করোনা কেড়ে নিল বাংলাদেশি ২ ভাইয়ের প্রাণ

দুই ভাই ইকবাল হক ভূঁইয়া প্রিন্স ও শিপন আহমদ। ছবি-সংগৃহীত

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার করোনায় আক্রান্ত হয়ে নিউজার্সি রাজ্যের আটলান্টিক শহরের একটি হাসপাতালে মৃত্যু হয় ইকবাল হক ভূঁইয়া প্রিন্সের। 

আর এক সপ্তাহ আগে প্রিন্সের বড় ভাই শিপন আহমদেরও নিউইয়র্কের একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয় মারা যান। 

তারা দুজন এস্টোরিয়ার বাসিন্দা। তাদের বাড়ি ঢাকার গোপীবাগে। 

এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ৬৪ জন বাংলাদেশির মৃত্যু হলো। এছাড়া অনেক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তের সংখ্যা কয়েক শতাধিক।

প্রসঙ্গত বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে শনিবার একদিনেই ১২২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে আট হাজারের বেশি মানুষের। 

নিউইয়র্ক অঙ্গরাজ্যে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক লাখ ১৩ হাজার, যা বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যায় চতুর্থ স্থানে থাকা জার্মানির চেয়েও অনেক বেশি এবং প্রায় ইতালির মোট সংখ্যার কাছকাছি।

করোনা দুই ভাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম