Logo
Logo
×

কোভিড-১৯

মাধবপুরে বন্য শূকরের আক্রমণে আহত ১০

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০১:২৪ পিএম

মাধবপুরে বন্য শূকরের আক্রমণে আহত ১০

বন্য শূকর। ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুরে বন্য শূকরের আক্রমণে অন্তত ১০ গ্রামবাসী আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

শূকরের আক্রমণের শিকার জুয়েল মিয়া জানান, সোমবার দুপুর ২টার দিকে একটি শূকর গ্রামে ছোটাছুটি করতে থাকে। যাকে সামনে পেয়েছে তাকেই আক্রমণ করতে থাকে। শূকরের আক্রমণে গ্রামের পথচারী মানিক মিয়া, করির মিয়া, সোহেল মিয়া, মনছুর মিয়া, মজিদ মিয়া,হাসান মিয়াসহ অন্তত ১০ জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পরে গ্রামবাসী শূকরটির আক্রমণ থেকে বাঁচতে লাঠি দিয়ে পিঠিয়ে মেরে ফেলেছে।

বাখরনগর গ্রামের বাসিন্দা সংবাদকর্মী রাকিব জানান, রাতের কোনো এক সময় শূকরটি খাদ্যের সন্ধানে অথবা পথ হারিয়ে পার্শ্ববর্তী রঘুনন্দন
পাহাড় থেকে লোকালয়ে চলে আসে। দিনে ছোটাছুটি করতে গিয়ে মানুষকে সামনে পেলেই আক্রমণ করে।

হবিগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম