বাঞ্ছারামপুরে ৭ হাজার পরিবারে খাদ্যসামগ্রী দিলেন এমপি তাজুল ইসলাম
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৩:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম তাজের ব্যক্তিগত উদ্যোগে আবারো ৭ হাজার কর্মহীন ও অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।
উপজেলা পরিষদের সামনে থেকে নসিমনে করে এ সব খাদ্যসামগ্রী ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন গ্রামে গ্রামে পৌঁছে দেয়া হয়।
খাদ্যসামগ্রীর গাড়ি গ্রামে পৌঁছার পর স্থানীয় নেতাকর্মীরা পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী কর্মহীন ও অসচ্ছলদের ঘরে ঘরে এ সব সামগ্রী পৌঁছে দেবেন।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, তেল ও সাবান। প্রত্যেক পরিবারকে মোট সাড়ে ১২ কেজি করে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।
বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক এ কে এম শহিদুল হক বাবুল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল আহাদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবুর রহমান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আজিজসহ আরও অনেকে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ক্যাপ্টেন তাজুল ইসলাম বলেন, করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে হলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে, নয়তো এ থেকে মুক্ত রাখা সম্ভব না। নিজে সচেতন থাকতে এবং সবাইকে সচেতন রাখতে আহ্বান জানান তিনি।
যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের পাশে ছিল বলে জানান তাজুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় গরীব-দুঃখী মানুষকে সহায়তা করতেন। সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকেন।
তিনি নিজেও বাঞ্ছারামপুরের মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করেন এমপি তাজুল ইসলাম।
এর আগে তিনি গত ২৭ মার্চ ব্যক্তিগত উদ্যোগে পুরো উপজেলার হাজার পরিবারকে একইভাবে সমপরিমাণ খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন।
