Logo
Logo
×

কোভিড-১৯

দুর্গাপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের নমুনা সংগ্রহ

Icon

নেত্রকোনা ও দুর্গাপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৩:৪৩ পিএম

দুর্গাপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের নমুনা সংগ্রহ

নেত্রকোনার দুর্গাপুরে দুজনের জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট হওয়ায় করোনাভাইরাস আছে কি-না তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি দল এসে ওই ব্যক্তিদের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পরে তা ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পাঠানো হয়।

অসুস্থ ব্যক্তিদের একজন যুবক (২২) অপর জন বৃদ্ধ (৭২)। তারা দুর্গাপুর পৌর শহরের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধ ব্যক্তি কয়েকদিন ধরে গলা ব্যথা, শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছেন। পরিবারের লোকজন মঙ্গলবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসকরা প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাকে বাড়িতে রাখার পরামর্শ দেন। বুধবার দুপুরে করোনাভাইরাস সন্দেহে ওই বৃদ্ধের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।

অন্যদিকে, ওই যুবক জ্বর, কাশি ও গলা ব্যথা নিয়ে গত সোমবার ঢাকা থেকে বাড়িতে আসেন। পরে মঙ্গলবার সকালে স্থানীয় হাসপাতালে গেলে তার নমুনা সংগ্রহ করা হয়।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম ও জেলা সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নেত্রকোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম