কোটালীপাড়ায় ছাত্রলীগ নেতার মহানুভবতা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৪:১১ পিএম
কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ছাত্রলীগ নেতা স্বপন তালুকদার
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনাভাইরাসে কারণে কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এক ছাত্রলীগ নেতা।
আত্মীয়-স্বজনদের কাছ থেকে হাত পেতে টাকা এনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। তার এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।
উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার তার কুয়েত প্রবাসী বড় ভাই রিপন তালুকদার ও কয়েকজন আত্মীয়-স্বজনের কাছ থেকে হাত পেতে দুই লক্ষাধিক টাকা আনেন। সেই টাকা দিয়ে বৃহস্পতিবার তিনি পিঞ্জুরী গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
স্বপন তালুকদার বলেন, করোনাভাইরাসের কারণে মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। এই কর্মহীন মানুষদের কথা চিন্তা করে আমি আমার বড় ভাই কুয়েত প্রবাসী রিপন তালুকদার ও কয়েকজন আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা এনে দুই শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলাম। এই কর্মহীন মানুষদের জন্য কিছু করতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। আগামীতেও এই কর্মহীন মানুষদের জন্য কিছু করার চেষ্টা করবো।
উপজেলার পিঞ্জুরী গ্রামের মোহাম্মদ বিশ্বাস বলেন, স্বপন একজন ছাত্র হয়ে যে কাজটি করেছে তা প্রশংসার দাবি রাখে। তার কাজ থেকে সমাজের অনেক নেতা বা বিত্তশালীদের শেখার আছে। আমি চাইবো স্বপনের মতো সমাজের বিত্তশালীরা যেন কর্মহীন মানুষের সাহায্যে এগিয়ে আসে।
