Logo
Logo
×

কোভিড-১৯

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে শেরপুরের শিক্ষকের মৃত্যু

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০৫:১৩ পিএম

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে শেরপুরের শিক্ষকের মৃত্যু

মফিজুল ইসলাম। ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মফিজুল ইসলাম (৬৭) নামে যুক্তরাষ্ট্র প্রবাসী শেরপুরের এক অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মারা গেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিট) নিউইয়র্কের অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন হাসপাতালে তিনি মারা যান।

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর কয়েক দিন ধরে মফিজুল ইসলাম ওই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানিয়েছেন শেরপুর জেলা সমিতি ইউএস ইনক সভাপতি খন্দকার এম রৌফ উজ্জল ও সাধারণ সম্পাদক জসিম মিয়া।

মফিজুল ইসলামের মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসী শেরপুরবাসীসহ যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে।

শেরপুরে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়-স্বজন এবং শিক্ষকরা কান্নায় ভেঙে পড়েন।

মফিজুল ইসলামের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে তার জামাতা শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম সলু জানান, নিউইয়র্কে মেয়ের কাছে বেড়াতে গিয়ে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হলে তার শ্বশুরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শেরপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম