Logo
Logo
×

কোভিড-১৯

আইএমএফের কাছে ৭০ কোটি ডলারের অর্থ সহায়তা চাইল বাংলাদেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১১:৪৬ এএম

আইএমএফের কাছে ৭০ কোটি ডলারের অর্থ সহায়তা চাইল বাংলাদেশ

ফাইল ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৭০ কোটি ডলারের অর্থনৈতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। 

অর্থনীতিতে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে এ যাবতকালের সবচেয়ে বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর এই সহায়তা চাওয়া হয়েছে।

টেকিওভিত্তিক নিক্কেই এশিয়ান রিভিউয়ের খবরে এমন তথ্য জানা গেছে।

ঢাকায় আইএমএফের প্রতিনিধি র‌্যাংনার গুডমুন্ডসন বলেন, জরুরি অর্থ সহায়তা চেয়ে আইএমএফের কাছে বাংলাদেশ সরকারের অনুরোধ আমরা বিবেচনা করে দেখছি।

নিক্কি এশিয়ান রিভিউ আরো লিখেছে, এই আবেদন এমন এক সময়ে করা হয়েছে, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ৯০০ কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, যা জাতীয় প্রবৃদ্ধির শতকরা ২.৫ ভাগের সমান। 

আইএমএফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম