ঢাকা ও নারায়ণগঞ্জের মানুষদের ঠেকাতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক বন্ধ
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০২:৩২ পিএম
আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক বন্ধ করেছে পুলিশ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাব প্রতিরোধে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের যান চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছে ঢাকা জেলা পুলিশ। পাশাপাশি জরুরি প্রয়োজনে চালকদেরকে বিকল্প সড়কের ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
শুক্রবার রাত ১০টায় আশুলিয়া থানা পুলিশ বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কটিতে বাঁশ বেধে যান চলাচল বন্ধ করে সাইনবোর্ড দিয়ে ব্যারিকেড দিয়ে দেয়।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন অ্যান্ড কমিউনিটি পুলিশিং) জিয়াউল হক সড়ক বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় করোনা রোগী শনাক্ত হওয়ায় সেই সব জেলা লকডাউন করা হয়েছে। লকডাউন করা এলাকা থেকে বিভিন্ন পরিবহনে করে মানুষ আশুলিয়া থানা এলাকায় ঢুকে পড়ছে। তাদের ঠেকাতে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এই সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে ঢাকাগামীরা বিকল্প হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে আমিনবাজার হয়ে যেতে পারবেন। আর চন্দ্রা-গাজীপুর-টাঙ্গাইলগামীদেরকে আব্দুল্লাহপুর থেকে গাজীপুর হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আশুলিয়ার আজগর আলী বলেন, আশুলিয়ার চারাবাগ ও খেজুর বাগান এলাকার কয়েটি রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে রেখেছে স্থানীয় কিছু যুবক। জরুরি পণ্যবাহী গাড়ি আটকে দিচ্ছে তারা। পরে চালদের কাছ থেকে চাহিদা মতো চাদা আদায় আদায় করে পণ্যবাহী ট্রাকগুলো ছেড়ে দিচ্ছে।
