Logo
Logo
×

কোভিড-১৯

জয়পুরহাটে ২৫ টন চালসহ আ’লীগ নেতা আটক

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৬:২৩ পিএম

জয়পুরহাটে ২৫ টন চালসহ আ’লীগ নেতা আটক

আটক আ’লীগ নেতা। ছবি: যুগান্তর

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর থেকে অবৈধভাবে মজুত রাখা সাড়ে ২৫ টন সরকারি চালসহ গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আল ইসরাইল ওরফে জুবেল (৪৯) কে হাতেনাতে আটক করেছে র‌্যাব। 

শনিবার রাতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে। 

আটককৃত গোপীনাথপুর ইউনিয়ন নেতা জুবেল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর মৃত নজির উদ্দিন আহমেদের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল শনিবার বিকাল ৫টার দিকে গোপীনাথপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আল ইসরাইল ওরফে জুবেলের নিজস্ব গুদামে অবৈধভাবে মজুদকৃত বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত ২৫ হাজার ৪৪০ কেজি সরকারি চালসহ তাকে হাতেনাতে আটক করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত এই  চাল  বিভিন্ন অবৈধ উপায়ে সংগ্রহ করে উচ্চ মূল্যে গোপনে বিক্রির উদ্দেশে নিজ গুদামে মজুত করে রেখেছিলেন বলে আটক জুবেল স্বীকার করেছেন।

কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদের  নেতৃত্বে আটক জুবেলকে আক্কেলপুর থানায় সোপর্দ করে র‌্যাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জয়পুরহাট ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম