Logo
Logo
×

কোভিড-১৯

তিতাসে প্রথম আক্রান্ত ব্যক্তির মেয়েও করোনায় আক্রান্ত

Icon

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৪:৪৯ পিএম

তিতাসে প্রথম আক্রান্ত ব্যক্তির মেয়েও করোনায় আক্রান্ত

কুমিল্লার তিতাসে প্রথম আক্রান্ত রোগীর মেয়েও করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে তিতাসে মোট ৩ জন করোনা রোগী শনাক্ত হল। রোববার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান।

জানা গেছে, ওই ব্যক্তির বাড়িতে খিচুড়ি খাওয়া এবং তার স্ত্রী উপজেলার মনাইকান্দি, গাজীপুর, সাগরফেনা ও বিরামকান্দি গ্রামে যাওয়ায় ওই গ্রামগুলো লকডাউন করে দিয়েছিল উপজেলা প্রশাসন।

এছাড়া শনিবার উপজেলার মজিদপুর ইউনিয়নের এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলে পুরো গ্রাম লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান জানান, আক্রান্ত ব্যক্তির মেয়ের নমুনা ঢাকায় পাঠালে রোববার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ আসে।

তিনি আরও বলেন, সনাক্তকারী রোগীরা কার কার সঙ্গে,কার বাড়িতে, কোন কোন স্থানে গিয়েছিল সেই স্থানের সবাইকে আমরা ট্রেস করে সবার নমুনা সংগ্রহ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, আমি সর্বক্ষণ রোগীদের খোঁজ খবর নিচ্ছি এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মহসিন ভূঁইয়া ও ডাক্তারদের বলে দিয়েছি তাদের সার্বিক দায়িত্ব ও খোঁজখবর রাখার জন্য।

এদিকে মেয়ে ও মেয়ের জামাতা নারায়ণগঞ্জ থেকে রাতে অ্যাম্বুলেন্স ভাড়া করে শনিবার উপজেলার বলরামপুর ইউনিয়নের এক ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া একই ইউনিয়নের মাছিমপুরের একজন নারায়ণগঞ্জ থেকে রাতে বাড়িতে আসায় সেটাও লকডাউন করা হয়েছে বলে ইউএনও জানান।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম