Logo
Logo
×

কোভিড-১৯

গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের ২ চিকিৎসক করোনায় আক্রান্ত

Icon

ময়মনসিংহ ব্যুরো ও গফরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৪:৩৮ পিএম

গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের ২ চিকিৎসক করোনায় আক্রান্ত

ময়মনসিংহ বিভাগের চার জেলায় নতুন করে দুই চিকিৎসকসহ আরও ৭ রোগী সনাক্ত করা হয়েছে।

এর মধ্যে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক, জামালপুর জেলার ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়িতে ৩ জন, শেরপুর জেলার ঝিনাইগাতিতে একজন এবং নেত্রকোনা জেলার মোহনগঞ্জে আরও একজন আক্রান্ত হয়েছেন।

সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা সংগ্রহ করে ওই সাতজনের দেহে করোনা পজিটিভ পায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম।

এদিকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত দুই চিকিৎসকের করোনা পজিটিভ হওয়ায় ওই দুই চিকিৎসকসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। মঙ্গলবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম।

তিনি জানান, দুই চিকিৎসকের করোনা পজিটিভ হওয়ায় গফরগাঁও পৌরসভা লকডাউন ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয়, সেজন্য হটলাইনের মাধ্যমে সেবা দিবেন চিকিৎসকরা।

সিভিল সার্জন জানান, গত ১০ এপ্রিল গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে যে নারীর প্রথম করোনা পজিটিভ হয়েছে, তার চিকিৎসা দিয়েছিলেন হাসপাতালের ওই দুই চিকিৎসক। এরপর ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এরমধ্যে এই দুইজন পজিটিভ হয়।

ময়মনসিংহ ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম