নান্দাইলে ১০ টাকা কেজি মূল্যের ৪৬ বস্তা চাল জব্দ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৩:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
করোনার সংকটময় পরিস্থিতিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চালের ৪৬ বস্তা চাল গোপনে পাচারকালে জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকালে নান্দাইলের উপজেলার বাকচান্দা বাজারে আশরাফুল নামের এক ব্যক্তির নিকট থেকে ৫০কেজি ওজনের ২২ বস্তা সরকারি চাল পাচারকালে জনতা আটক করে।
অপরদিকে সোমবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীপাশা নতুন বাজার মোড়ে ঘোষপালা গ্রামের আবদুর রহিমের পুত্র ব্যবসায়ী মুজিবুর রহমানের নিকট থেকে ৫০ কেজি ওজনের ২৪ বস্তা চাল পাচারকালে জব্দ করা হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুর রহিম সুজন উভয় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ৪৬ বস্তা চাল জব্দ করেন। বিষয়টি কঠোরভাবে তদন্ত করা হচ্ছে বলে ইউএনও জানান।
এ ঘটনায় ব্যবসায়ী মুজিবুর রহমান ও আশরাফুলকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে পৃথক-পৃথক দুটি মামলা দায়েরের করা হয়েছে।
