Logo
Logo
×

কোভিড-১৯

করোনার মধ্যেই হাম ছড়িয়ে পড়ার আশঙ্কা: ইউনিসেফ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৪:৪৪ পিএম

করোনার মধ্যেই হাম ছড়িয়ে পড়ার আশঙ্কা: ইউনিসেফ

ছবি: সংগৃহীত

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ফাঁকেই বিশ্বব্যাপী হামের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

বিবিসির প্রতিবদেনে বলা হয়েছে, করোনা কারণে কোনো কোনো দেশে টিকাদান কর্মসূচি পিছিয়ে যেতে পারে।তারা বলছে, এতেই হাম ছড়িয়ে পড়তে পারে বিশ্বব্যাপী।

ইউনিসেফের হিসাব মতে, করোনাভাইরাসের লকডাউন চলার সময় ৩৭টি দেশে প্রায় ১৭ কোটি শিশুকে সময়মত টিকা দেয়া সম্ভব হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের যেসব দেশে এমএমআর টিকা কম দেয়া হয়েছে সেখানে ইতিমধ্যেই কয়েকবার হামের প্রকোপ দেখা দিয়েছে।

হাম করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম