Logo
Logo
×

কোভিড-১৯

কোয়ারেন্টিন সইতে না পেরে আত্মহত্যা করল মার্কিন কিশোরী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৯:৪৭ পিএম

কোয়ারেন্টিন সইতে না পেরে আত্মহত্যা করল মার্কিন কিশোরী

জো ভিয়ান্নি স্মিথ

হোম কোয়ারেন্টিনে থাকতে থাকতে অবসাদে ভুগছিল কিশোরী। এক পর্যায়ে তা আর সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল সে।

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্টকটনে।

দীর্ঘদিন হোম কোয়ারেন্টিনে থেকে হতাশায় ভুগে জো ভিয়ান্নি স্মিথ নামে ১৫ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করে বলে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
 
গণমাধ্যমটি জানায়, জো ভিয়ান্নি স্মিথ স্টকটনে বিয়ার ক্রিক হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন। তার শিক্ষক সাংবাদিকদের জানিয়েছেন, ধারণা করছি ঘরবন্দি হয়ে থাকতে থাকতে হতাশ হয়ে পড়ে স্মিথ। মুক্ত হাওয়ায় খেলতে এক অদম্য ইচ্ছা তার মনে চাপ দিচ্ছিল। আর সেই চাপ সইতে না পেরেই আত্মহত্যা করে সে। কারণ সে ছিল চঞ্চল। স্কুলে সফটবল, বাস্কেটবল খেলত সে। গানও গাইত বেশ।

পুলিশকে একইরকম বক্তব্য দিয়েছেন স্মিথের মা ড্যানিয়েলা হান্ট।

পুলিশ ও সাংবাদিকদের দেয়া বক্তব্যে ড্যানিয়েলা হান্ট বলেন, ভাবতেই পারছি না যে, মেয়ে আমার এভাবে চলে যাবে। মনের ভেতরে সে যে এতোটা কষ্ট নিয়ে দিনগুলো পার করছিল তা বুঝতে পারিনি আমরা। মা হিসেবে যা করার প্রয়োজন সবই করলেও আমরা ব্যর্থ। যদিও তার সঙ্গে কথা বলাটা আগের চেয়ে বাড়িয়ে তুলেছিলাম।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে অনেক আগেই। এর মধ্যে ক্যালিফোর্নিয়ায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৪২১ জন। সেখানে মারা গেছে ৭৩১ জন। সব রাজ্য মিলিইয়ে যুক্তরাষ্ট্রে করোনার প্রাণহানির সংখ্যা ২৫ হাজার ৮৩৯ জন।

 

কোয়ারেন্টিন কিশোরী আত্মহত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম