Logo
Logo
×

কোভিড-১৯

করোনায় মালদ্বীপে ১০০ টন খাবার ও ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ

Icon

বাসস

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০২:৫৩ পিএম

করোনায় মালদ্বীপে ১০০ টন খাবার ও ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ

করোনাভাইরাস (কোভিড-১৯) মাহামারীর কারণে বাংলাদেশ থেকে ১০০ টনের বেশি খাবার, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ বুধবার মালদ্বীপের উদ্দেশে রওনা দিচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মালদ্বীপে এই ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মালেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই ত্রাণ সহায়তার সমন্বয় করছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ নৌবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ওষুধ প্রশাসন অধিদফতর, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও কর্তৃপক্ষ এবং স্থানীয় কিছু ওষুধ কোম্পানি যৌথভাবে মালদ্বীপের জন্য এই ত্রাণ সামগ্রী সংগ্রহের জন্য কাজ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন মালদ্বীপের পররাষ্টমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সংহতি প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ করোনাভাইরাস প্রার্দুভাব মোকাবেলায় মালদ্বীপের পাশে আছে।

বাংলাদেশ গত ১৫ মার্চ সার্ক নেতাদের ভিডিও কনফারেন্সে এই অঞ্চলের কোভিড-১৯ মোকাবেলায় ভারত প্রস্তাবিত সার্ক তহবিল গঠনে দেড় মিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

করোনাভাইরাস ত্রাণ খাদ্য ওষুধ মালদ্বীপ বাংলাদেশ সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম