ফাইভ স্টার হোটেলগুলোকে 'কোয়ারেন্টিন' বানানোর দাবি রিজভীর
যুগান্তর রিপোর্ট
১৬ এপ্রিল ২০২০, ১৬:৩১:১০ | অনলাইন সংস্করণ
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নগরীর ফাইভ স্টার হোটেলগুলোতে কোয়ারেন্টিনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার বনানী থানা ছাত্রদল ও তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে রাজধানীর মহাখালী এলাকায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, আমরা বারবার দাবি করেছিলাম বড় বড় ফাইভ স্টার হোটেলগুলোতে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হোক, চিকিৎসার ব্যবস্থা করা হোক।স্বাস্থ্যকর্মীদেরকে সেখানে রাখার ব্যবস্থা করা হোক। হাসপাতালের পাশে যদি কোনো হোটেলে চিকিৎসকদের থাকার ব্যবস্থা করা যেতে পারে তাহলে তারা আরও বেশি মানুষের সেবা দিতে পারবে।
করোনায় মারা যাওয়া চিকিৎকরে কথা স্মরণ কর তিনি বলেন, আজকে চিকিৎসকদের বাড়ি ছেড়ে দিতে বলছেন বাসার মালিকরা। স্বাস্থ্যকর্মীদের বাসা ছেড়ে যেতে বলেছেন মালিকরা। আজ তারা কত কষ্ট করে রোগীদের সেবা করছেন। ডা. মইন তার জীবনকে উৎসর্গ করলেন। সরকারের পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দেয়ার কোনো ব্যবস্থা করেনি।
ত্রাণের চাল চুরি প্রসঙ্গে তিনি বলেন, দেশের এই বিপর্যয়ের মধ্যেও আওয়ামী লীগের লুটপাট থামছে না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফাইভ স্টার হোটেলগুলোকে 'কোয়ারেন্টিন' বানানোর দাবি রিজভীর
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নগরীর ফাইভ স্টার হোটেলগুলোতে কোয়ারেন্টিনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার বনানী থানা ছাত্রদল ও তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে রাজধানীর মহাখালী এলাকায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, আমরা বারবার দাবি করেছিলাম বড় বড় ফাইভ স্টার হোটেলগুলোতে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হোক, চিকিৎসার ব্যবস্থা করা হোক।স্বাস্থ্যকর্মীদেরকে সেখানে রাখার ব্যবস্থা করা হোক। হাসপাতালের পাশে যদি কোনো হোটেলে চিকিৎসকদের থাকার ব্যবস্থা করা যেতে পারে তাহলে তারা আরও বেশি মানুষের সেবা দিতে পারবে।
করোনায় মারা যাওয়া চিকিৎকরে কথা স্মরণ কর তিনি বলেন, আজকে চিকিৎসকদের বাড়ি ছেড়ে দিতে বলছেন বাসার মালিকরা। স্বাস্থ্যকর্মীদের বাসা ছেড়ে যেতে বলেছেন মালিকরা। আজ তারা কত কষ্ট করে রোগীদের সেবা করছেন। ডা. মইন তার জীবনকে উৎসর্গ করলেন। সরকারের পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দেয়ার কোনো ব্যবস্থা করেনি।
ত্রাণের চাল চুরি প্রসঙ্গে তিনি বলেন, দেশের এই বিপর্যয়ের মধ্যেও আওয়ামী লীগের লুটপাট থামছে না।