Logo
Logo
×

কোভিড-১৯

শেরপুরে প্রথম সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনায় আক্রান্ত দুই নারী

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১০:৪৪ এএম

শেরপুরে প্রথম সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনায় আক্রান্ত দুই নারী

শেরপুরে প্রথম সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন করোনাভাইরাসে আক্রান্ত দুই নারী শাহীনা বেগম ও খোদেজা বেগম

শেরপুরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত দুই নারী বৃহস্পতিবার দুপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

করোনা থেকে সুস্থ হওয়া ওই দুই নারীর একজন শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়া গ্রামের সরকার বাড়ির গৃহবধূ শাহীনা বেগম (৪০)। অপরজন শ্রীবরদী পৌর শহরের সাতানী শ্রীবরদীর বাসিন্দা ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া খোদেজা বেগম (৫০)।

গত ৫ এপ্রিল তাদের দুইজনের দেহে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। পরে তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের নবনির্মিত ভবনের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। ১২ দিন চিকিৎসা প্রদানের পর তারা সুস্থ হয়ে উঠেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে শেরপুরের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরা অক্লান্ত পরিশ্রম করে তাদের সুস্থ করে তোলেন। পর পর তিনবার নমুনা পরীক্ষার পর করোনা নেগেটিভ আসায় বৃহস্পতিবার তাদের সুস্থ বলে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাদের ছাড়পত্র প্রদান করে বিদায় জানান সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.  মোবারক হোসেন ও জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খায়রুল ইসলাম সুমন।

ছাড়পত্র প্রদানের পর ওই সুস্থ দুই নারীকে জেলা সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছে দেয়া হয়।

এসময় যে সব ডাক্তার, নার্স ও স্টাফদের অক্লান্ত পরিশ্রমে শেরপুরে প্রথম করোনা আক্রান্ত দুই নারী রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন সে জন্যে সিভিল সার্জন সবাইকে ধন্যবাদ জানান। চিকিৎসা চলার সময় ওই নারী রোগী সার্বিকভাবে সহযোগিতা করায় তাদেরও ধন্যবাদ প্রদান করা হয়।

সুস্থ দুই নারী চিকিৎসা শেষে বাড়ি ফিরতে পেরে চিকিৎসক, নার্স ও স্টাফদের ধন্যবাদ জানান এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

সুস্থ খোদেজা বেগম বলেন, আমি করোনাভাইরাসের রোগী ছিলাম। এই ১২ দিন থাকলাম। আজ ছুটি পেলাম। আপনারা দোয়া করবেন। খুব সেবা যত্ন করেছে ডাক্তাররা। সে জন্য ডাক্তারদের আমি ধন্যবাদ জানাই।

সুস্থ শাহীনা বেগম বলেন, আমি করোনা রোগী ছিলাম। ডাক্তাররা আমকে সঠিক চিকিৎসা ও সেবা দিয়েছেন। তাই আমি ভাল হয়ে উঠেছি। এখন আমার খুব ভাল লাগছে। আর ডাক্তারদের ধন্যবাদ জানান তিনি।

ওয়ার্ড বয় হাদিসুর ও শোভা বলেন, আমরা দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আমরা সফল ও সুন্দরভাবে তাদের সেবা যত্ন করে আল্লাহর রহমতে তারা ভাল হয়েছে। এতে আমরাও খুশি। আমরা চাই শেরপুরের মানুষ করোনামুক্ত থাকুক, সাবধানে থাকুক। এতে ঝুঁকি কম থাকবে।

সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, আজকে আমরা স্বাস্থ্য বিভাগ খুবই আনন্দিত। আপনারা জানেন এই মাসেরই ৫ তারিখে পুরো শেরপুরে প্রথম দুইজনের করোনাভাইরাস ধরা পড়ে। পজিটিভ রিপোর্ট পাওয়ার পরপরই তাদেরকে আমরা আইসোলেশনের ব্যবস্থা করি।

তিনি বলেন, আইসোলেশন থেকে আজ তারা ছাড়পত্র নিয়ে চলে যাচ্ছে। এই কয়টি দিন তাদেরকে যারা চিকিৎসা দিয়েছেন। সেই চিকিৎসকবৃন্দ আমাদের নার্স ও অফিসার যারা আছেন এবং যারা আয়া, ওয়ার্ড ও সুইপার তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা মৃত্যুর ঝুঁকিকে তুচ্ছ করে তাদেরকে চিকিৎসা সেবা  দিয়েছেন।  দুই নারীকে সম্পূর্ণ সুস্থ করে বাড়ি ফেরত দিচ্ছেন।

সিভিল সার্জন বলেন, রোগী দুইজন যে কয়দিন এখানে ছিল তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্পূর্ণ প্রটোকল অনুযায়ী চিকিৎসা পেয়েছে। বিদায়ী রোগীদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা চিকিৎসাধীন থাকাকালে আমাদেরকে সহযোগিতা করেছেন।

শেরপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম