Logo
Logo
×

কোভিড-১৯

গৌরীপুরে গরীবের চাল কালোবাজারে, ভিপি শাহীনসহ গ্রেফতার ৩

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৪:৪৬ পিএম

গৌরীপুরে গরীবের চাল কালোবাজারে, ভিপি শাহীনসহ গ্রেফতার ৩

খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার মাহবুবুর রহমান শাহীনসহ ৩ জন গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার মাহবুবুর রহমান শাহীনসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি।

বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্য দুজন হলেন ভিপি শাহীনের সহযোগী রিয়াজ, মহেষ রাজবর।

কালোবাজারে ১৮ জন কার্ডধারীর বিক্রিকৃত চালও জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় গৌরীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার বাদী হয়ে মামলা করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার জানান, খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি বস্তার চাল বস্তা পরিবর্তন করে সাদা বস্তায় বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ীর মো. রফিক মিয়ার পুত্র মো. রিয়াজ উদ্দিন নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

ঘটনাস্থল থেকে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের নির্দেশে সরকারি ১৭০ কেজি চাল জব্দ করা হয়।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, মামলার অপর আসামি বোকাইনগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার মো. স্বপন মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ভিপি শাহীন জানান, মেম্বার মো. স্বপন মিয়া ১৮টি কার্ড দিয়ে মহেষকে পাঠায়। যার চাল ক্রয় করে রিয়াজ।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম