Logo
Logo
×

কোভিড-১৯

শ্রীলংকায় আইপিএল আয়োজন নিয়ে যা ভাবছে বিসিসিআই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১০:০৩ এএম

শ্রীলংকায় আইপিএল আয়োজন নিয়ে যা ভাবছে বিসিসিআই

মহামারী করোনাভাইরাসের কারণে বাতিলের শঙ্কায় ভোগা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শ্রীলংকায় আয়োজনের প্রস্তাব রেখেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

শ্রীলঙ্কার সেই প্রস্তাব ২৪ ঘণ্টার মধ্যেই কার্যত নাকচ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গোটা বিশ্ব এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বিসিসিআই মনে করে, আগে জীবন, পরে খেলা। তাই চলমান সংকটে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা-ভাবনাই নেই ভারতীয় ক্রিকেটে। সেপ্টেম্বরের আগে এ নিয়ে কোনো কিছুই ভাবছি না আমরা।

তিনি আরও জানান, বৃহস্পতিবারই অনির্দিষ্টকালের জন্য আইপিএল-১৩ তম আসর পিছিয়ে দেয়া হয়। সরকারিভাবে দেয়া সেই ঘোষণার পরদিনই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রধান সেদেশে আইপিএল আয়োজনের প্রস্তাব দেন বলে জানানো হয় আমাদের।

তবে এ বিষয়ে বিসিসিআইকে লিখিতভাবে এসসিএল কোনো প্রস্তাব পাঠায়নি বলে জানান সেই কর্মকর্তা।

তিনি বলেন, শ্রীলঙ্কা বোর্ডের পক্ষ থেকে এরকম কোনো প্রস্তাব বিসিসিআইয়ের কাছে আসেনি। তাই এই নিয়ে আলোচনার কোনো মানেই নেই।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়, দক্ষিণ এশিয়ার মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে কম করোনা সংক্রমিত হয়েছে শ্রীলঙ্কায়। নতুন করে কেউ আক্রান্ত হয়নি কেউ। বিষয়টি নজরে এনে আইপিএল আয়োজনের সাহস দেখাচ্ছে শ্রীলঙ্কা।

আগামী জুলাই মাসে ভারতের বিরুদ্ধে ৩টি করে টি-২০ ও ওয়ানডে ম্যাচকে বাদ দিয়ে শ্রীলঙ্কা আইপিএল আয়োজনে উদ্যোগী বলে প্রতিবেদন প্রকাশ করে ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

আইপিএল করোনা ভারত শ্রীলঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম