সৌদির উদারতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কৃতজ্ঞতা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১১:২৫ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস রোধে আন্তর্জাতিক চেষ্টায় সহায়তার অংশ হিসেবে ৫০ কোটি ডলার দান করায় সৌদির আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শুক্রবার আরব নিউজের এক খবরে এমন তথ্য জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রোস আধানম গেবরিয়েসুস বলেন, করোনাভাইরাস প্রতিরোধের লড়াইয়ে ৫০ কোটি ডলার সহায়তার মাধ্যমে উদারতায় প্রকাশ করায় দুই পবিত্র মসজিদের জিম্মাদারের কাছে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, আশা করছি, জি২০ দেশগুলোর বাকি সদস্যরাও সৌদি আরবের এই পথ অনুসরণ করবে।
মহামারী প্রতিরোধে প্রস্তুতি ও উদ্ভাবন জোটকে ১৫ কোটি, টিকা ও প্রতিষেধকত উদ্ভাবন জোটকে ১৫ কোটিসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এবং কর্মসূচিকে ২০ কোটি ডলার দেবে সৌদি আরব।
এদিকে সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ বলেছেন, করোনাভাইরাসের বিস্তারের মধ্যে রমজানের তারাবিহ ও ঈদের জামাত বাড়িতে বসেই পড়া উচিত।
দেশটিতে এ পর্যন্ত ছয় হাজার ৩৮০ করোনারোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে।
