Logo
Logo
×

কোভিড-১৯

করোনা পরীক্ষা নিয়ে সুসংবাদ দিলেন যুক্তরাজ্যের গবেষকরা, ৫ মিনিটে পাওয়া যাবে ফল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৮:৩৩ এএম

করোনা পরীক্ষা নিয়ে সুসংবাদ দিলেন যুক্তরাজ্যের গবেষকরা, ৫ মিনিটে পাওয়া যাবে ফল

ছবি সংগৃহীত

করোনাভাইরাস শনাক্তের একটি যন্ত্র তৈরি করা হয়েছে। মাত্র আধাঘণ্টার মধ্যে পরীক্ষার ফল জানিয়ে দেবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সাউথ ওয়েলস ইউনিভার্সিটির একটি গবেষণা দল, যা করোনা সংক্রমণের এই সময়ে সুসংবাদ বটে।

তারা জানায়, এই ফল কতটা নির্ভরযোগ্য তা নিয়ে এখনও পরীক্ষার প্রয়োজন রয়েছে।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার অধীনস্থ স্বাস্থ্য বোর্ডের কর্মকর্তারা বলছেন, ‘এই যন্ত্র যে সম্ভাবনাময় তার প্রাথমিক ইঙ্গিত দেখা যাচ্ছে।’

দেশটিতে বিভিন্ন প্রতিষ্ঠান করোনার জীবাণু শনাক্ত করার জন্য দ্রুত পরীক্ষা পদ্ধতি বের করার কাজ চালাচ্ছে। ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস এদের মধ্যে অন্যতম।
এক্সিটার ইউনিভার্সিটিও একটি পরীক্ষা পদ্ধতি বের করেছে, যা দিয়ে শনাক্ত করা যাবে যে, এ মুহূর্তে কারও করোনার সংক্রমণ হয়েছে কিনা ও সংক্রমণ আগে হয়েছিল কিনা। ফলে

কারও শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকতে পারে সেটিও ধরা যাবে। এই পদ্ধতিতে পাওয়া ফল কতটা নির্ভরযোগ্য তা এখন পরীক্ষাধীন রয়েছে।
এক্সিটার ইউনিভার্সিটির গবেষকরা লন্ডনে সেন্ট টমাস হাসপাতালে মানুষের ওপর এ পদ্ধতির পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে শুরু করেছে। 

তারা বলছেন, তাদের ট্রায়াল সফল হলে রোগী পাঁচ মিনিটের মধ্যে জানতে পারবে সে সংক্রমিত হয়েছে কিনা। 

সূত্র: বিবিসি।

করোনা পরীক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম