Logo
Logo
×

কোভিড-১৯

ময়মনসিংহ এসকে হাসপাতালে আইসোলেশনে দুইজনের মৃত্যু

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৪:৩৫ পিএম

ময়মনসিংহ এসকে হাসপাতালে আইসোলেশনে দুইজনের মৃত্যু

ময়মনসিংহ সরকারি এসকে হাসপাতালে

ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালের আইসোলেশনে বুধবার দুপুরে করোনার উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন।

সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ফুলবাড়িয়া উপজেলার আরাফাত হোসেন (১৭) নামে একজন গত দুদিন আগে নিউমোনিয়া নিয়ে এসকে হাসপাতালে ভর্তি হয় এবং গাজীপুর জেলার মাওনা থেকে রাজিব (৩০) নামে অপরজনকে বুধবার সকালে করোনার নানা উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি করা হয়। দুপুরে মারা যায় এ দুজন।

তিনি জানান, তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর লাশ হস্তান্তর করা হবে।

ময়মনসিংহ এসকে হাসপাতাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম