Logo
Logo
×

কোভিড-১৯

নান্দাইলে কৃষকের ধান কেটে দিল পৌর ছাত্রলীগ

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৪:৫৫ পিএম

নান্দাইলে কৃষকের ধান কেটে দিল পৌর ছাত্রলীগ

নান্দাইলে কৃষকের ধান কেটে দিল পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা

করোনায় শ্রমিক সংকটের পরিস্থিতিতে কৃষকের ধান কেটে দিল ময়মনসিংহের নান্দাইল পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বুধবার নান্দাইল পৌর ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম সালামের নেতৃত্বে ২৪ জনের একটি দল পৌর সদরের কৃষক সোহাগ মিয়া ও দ্বীন ইসলামের ৬ কাঠা বোরো ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দেন।

কৃষকরা শুধু ধান কাটার জন্য কাস্তে দিয়ে সহযোগিতা করে পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দকে।

নিজ উদ্যোগে ধান কাটার সময় নান্দাইল পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম পারভেজ, ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি দিদার মোহাম্মদ হিরন, ছাত্রলীগ নেতা আবু হানিফ, আমিন, মোফাজ্জল, হিমেলসহ স্থানীয় পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর ছাত্রলীগের স্বেচ্ছায় এই ধান কাটায় কৃষকরা তাদের সাধুবাদ জানান।

এ বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম জানান, স্বেচ্ছায় গরীব কৃষকদের ধান কাটা অব্যাহত থাকবে।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম