Logo
Logo
×

কোভিড-১৯

গৌরীপুরে কৃষকের দিনভর ধান কাটছে কৃষক লীগের নেতাকর্মীরা

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৪:২৮ পিএম

গৌরীপুরে কৃষকের দিনভর ধান কাটছে কৃষক লীগের নেতাকর্মীরা

গৌরীপুরে কৃষকের দিনভর ধান কাটছে কৃষক লীগের নেতাকর্মীরা

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার কৃষকের দিনভর ধান কেটে দিল কৃষক লীগের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি সমির চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসূম স্মৃতি এমপির দিকনির্দেশনায় ময়মনসিংহ কৃষক লীগ ধানকাটা শুরু করে।

মাসব্যাপী ধানকাটা কর্মসূচির অংশহিসেবে তারা কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল)।

ময়মনসিংহ জেলা ও উপজেলা কৃষক লীগের কাস্তি হাতে নিয়ে নেতাকর্মীরা সকালে হাজির হন ২নং গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামে।

শালীহর ভূঁইয়াবাড়ির সামনে কৃষক মো. আনিছুজ্জামান ভূঁইয়ার ছিল তিন বিঘা জমিতে পাকা ধান। শ্রমিক সংকটে কিছু অংশ গাছের পাতা পড়ে নষ্টও হয়ে গেছে। এর পর ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল) নেতৃত্বে নেতাকর্মীরা কাস্তে হাতে নিয়ে কাটতে শুরু করেন। জমির ধান কেটে কৃষকের বাড়িতেও পৌঁছে দেন তারা। জেলা কৃষক লীগের উদ্যোগে অংশগ্রহণকারী নেতাকর্মীদের খই-কেলনা (এক ধরনের মিষ্টি) দিয়ে আপ্যায়িতও করেন।

ভিপি বাবুল বলেন, কৃষক লীগের উদ্যোগে জেলার প্রত্যেকটি উপজেলায় কৃষকের সমস্যা সমাধানের জন্য মনিটরিং টিম করা হয়েছে। পাকা ধান নষ্ট হতে দেয়া যাবে না। খবর পেলেই কৃষক লীগের নেতাকর্মীরা ছুটে যাবেন। তার অংশহিসাবে আজকে এ ধান কাটা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সারের মূল্যহ্রাস করায় এবং ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করায়। এবার ধানের বাম্পার ফলন হয়েছে। করোনাভাইরাসের কারণে ফসলের যেন ক্ষতি না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থায় শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা কৃষকের শ্রমিক সংকট লাঘব করেছে।

ধানকাটা কর্মসূচিতে অংশ নেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক মো. মুনসুর আহাম্মদ মিলন, পৌর কৃষক লীগের আহ্বায়ক শাহজাহান, যুগ্ম-আহ্বায়ক ফারুক আহাম্মদ, গৌরীপুর ইউনিয়নের সভাপতি মো. আনিছুর রহমান ভূঞা, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া, অচিন্তপুরের সভাপতি মো. কামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সহনাটির সভাপতি মো. গোলাম মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রামগোপালপুরের সভাপতি মো. আব্দুল করিম মেম্বার, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ডৌহাখলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম