Logo
Logo
×

কোভিড-১৯

ধানকাটার শ্রমিক সেজে ঢোকার চেষ্টা, ৪১ যাত্রীভর্তি বাসটি আটকে দিল পুলিশ

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৭:২৯ এএম

ধানকাটার শ্রমিক সেজে ঢোকার চেষ্টা, ৪১ যাত্রীভর্তি বাসটি আটকে দিল পুলিশ

ফাইল ছবি

রাতের আঁধারে ধানকাটার শ্রমিক সেজে এলাকায় ঢোকার চেষ্টাকালে ৪১ যাত্রীসহ একটি বাস আটকে দিয়েছে পুলিশ। এর পর ওই বাসটি শহরে ঢুকতে না দিয়ে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোনা শহরের প্রবেশ মুখে পাড়লা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে আসা ওই বাসটি আটতে দেয়া হয়। 

জানা যায়, নেত্রকোনাবাসীকে সুরক্ষিত রাখতে রাত জেগে রাজপথে কাজ করছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ৩টায় করোনা প্রতিরোধে ঢাকা থেকে আসা ৪১ যাত্রী নিয়ে বাসটি জেলা শহরের প্রবেশ মুখেই পাড়লা বাসস্ট্যান্ড এলাকায় আটকে দেয়া হয়। জেলার মোহনগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকা ছিল বাসযাত্রীদের গন্তব্যস্থল। যদিও ধানকাটার শ্রমিক দাবিসহ নানাবিধ কৌশলে তারা এলাকায় ঢুকতে চেয়েছিলেন।

অবশেষে রাতের আঁধারে ফেলে আসা পথ ধরেই ফিরতে হলো তাদের। 

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) এসএম আশরাফুল আলম জানান, ইমোশন দেখিয়ে তো জেলার লাখ লাখ মানুষের জীবন ঝুঁকিতে ফেলা সম্ভব না। সে ক্ষেত্রে যাত্রীবাহী বাসটিকে শহরে ঢুকতে না দিয়ে ঢাকায় যাওয়ার নির্দেশ দিয়ে পাঠানো হয়। 

কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও লকডাউন তথা ঘরে অবরুদ্ধ থাকার কোনো বিকল্প নেই। প্রত্যেককে সরকারি নির্দেশনা মেনে করোনা প্রতিরোধে ভূমিকা রাখার পরামর্শ দেন পুলিশের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা।

নেত্রকোনা করোনা বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম