Logo
Logo
×

কোভিড-১৯

পূর্বধলায় কৃষকের ধান কেটে দিচ্ছেন আনসার সদস্যরা

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৪:২৬ পিএম

পূর্বধলায় কৃষকের ধান কেটে দিচ্ছেন আনসার সদস্যরা

পূর্বধলায় কৃষকের ধান কেটে দিচ্ছেন আনসার সদস্যরা

করোনার প্রভাব পড়েছে কৃষকের মাঠেও। এবার বোরো ফসল ভালো হলেও করোনার কারণে দূরের শ্রমিক আসতে না পারায় সংকট দেখা দিয়েছে। এমন সময় কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে আনসার সদস্যরা।

মঙ্গলবার আনসারদের ৪০ সদস্যদের একটি দল পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের খারছাইল গ্রামের দরিদ্র কৃষক আবদুর রাজ্জাক ও রুকু মিয়ার ১১০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আনসার ব্যাটালিয়ন ৬-এর পরিচালক ও আনসার ভিডিপির (অতি. দায়িত্ব) জেলা কমান্ড্যান্ট মো. জিয়াউল হাসান।

তিনি জানান, এই করোনার সময়ে শ্রমিকের অভাবে কোনো কৃষকের একটি ধানও যেন ক্ষেতে পড়ে না থাকে, সে লক্ষ্যে জেলার ১০টি উপজেলায় আনসার সদস্যরা কৃষকের ধান কেটে দিচ্ছে। ধান কাটা শেষ না পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। 

তিনি বলেন, আমরা স্বেচ্ছাশ্রমে তাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছি। এতে কৃষক খুশি। আমরা তাদের মুখের হাসিটুকু ধরে রাখতে চাই।

চলমান এ কাজে মঙ্গলবার জেলার মোহনগঞ্জ ও পূর্বধলায় আনসার সদস্যরা কৃষকের ধান কেটে দিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা।

নেত্রকোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম