Logo
Logo
×

কোভিড-১৯

করোনার লক্ষণযুক্ত রোগীকে চিকিৎসা, কুমিল্লায় দুটি হাসপাতাল লকডাউন

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৫:০০ পিএম

করোনার লক্ষণযুক্ত রোগীকে চিকিৎসা, কুমিল্লায় দুটি হাসপাতাল লকডাউন

কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে আসা রোগীকে চিকিৎসাসেবা দেয়ায় নগরীর দুটি বেসরকারি হাসপাতাল লকডাউন করেছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী।

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসন ও সেনাবাহিনী বাঁদুরতলা এলাকায় অবস্থিত ভিক্টোরিয়া হাসপাতাল ও ঝাউতলায় অবস্থিত এপসম হাসপাতালকে লকডাউন করে দেয়।

জানা গেছে, কুমিল্লার দেবিদ্বারের বাগুড় এলাকার এক যুবক করোনা উপসর্গ নিয়ে এপসম হাসপাতালে এসে এক্সরে করে। পরবর্তীকালে ভিক্টোরিয়া হসপিটালে এসে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা ও সেনাবাহিনীর ক্যাপ্টেন সাইফ গিয়ে এ দুটি হাসপাতাল লকডাউন করেন।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম