Logo
Logo
×

কোভিড-১৯

গৌরীপুরে ছাত্রলীগের সঙ্গে ধান কাটলেন এমপি ও ওসি

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০৩:১২ পিএম

গৌরীপুরে ছাত্রলীগের সঙ্গে ধান কাটলেন এমপি ও ওসি

ময়মনসিংহের গৌরীপুরে ধানকাটা কর্মসূচিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ও গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন।

বুধবার উপজেলা ছাত্রলীগ আয়োজিত এ কর্মসূচিতে কৃষকের ধান বাড়িতে পৌঁছানো পর্যন্ত এমপি ও ওসি ছিলেন ছাত্রলীগ কর্মীদের সঙ্গে।

উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের গাভীশিমুল গ্রামের কৃষক জায়দুল ইসলামের ৫০ শতাংশ জমির ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ধানকাটা কর্মসূচিতে আরও অংশ নেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মুক্তাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগ সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।

অপরদিকে ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির রাকিবের নেতৃত্বে মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামের বর্গাচাষী সিদ্দিক মিয়ার ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে, মাড়াই করে বাড়িতে দিয়ে আসেন। ধান কাটায় অংশ নেন মাওহা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আনিছুল ইসলাম মণ্ডল আঞ্জুও।

এ দিকে অচিন্তপুর ইউনিয়নের মহিশ্বরণ গ্রামে মঙ্গলবার দুই কৃষকের ৫৫ শতাংশ জমির ধান কেটে দিল উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগ নেতা শাহজাহান কবীর জানান, অচিন্তপুর ইউনিয়নের ওই কৃষকের ৫৫ শতাংশ জমির ধান কেটে বাড়িতে ধান পৌঁছে দেয়া হয়েছে। কৃষক হাবুল মিয়ার ৫০ শতাংশ আর কৃষক আবদুল জব্বারের ১৫ শতাংশ জমির ধান কাটা হয়।

ধানকাটায় অংশ নেন ছাত্রলীগ নেতা তানিম আহামেদ, নাজমুল ইসলাম, আশিকুর রহমান আশিক, ফারুক মিয়া, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, আশিকুর রহমান, জুনায়েদ হোসেন, ইমরান আহামেদ, মঞ্জুরুল ইসলাম, আমিরুল ইসলাম।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম