ময়মনসিংহে করোনা রোগীদের জন্য স্বেচ্ছাসেবক লীগের ৫টি অ্যাম্বুলেন্স
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০৪:৩৯ পিএম
অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ণ ও পূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত ও করোনায় আক্রান্ত রোগীদের যাতায়াত সেবায় ৫টি অ্যাম্বুলেন্স দিয়েছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
ময়মনসিংহ বিভাগের চার জেলার (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা) জন্য অ্যাম্বুলেন্স দেয়া হয়।
বুধবার সারদা ঘোষ রোডে চাবি তুলে দিয়ে অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ণ ও পূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর শাখার আহ্বায়ক মোফাখখার হোসেন খোকন, যুগ্ম-আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু ও শেখ মাসুম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনায় আক্রান্ত বা মৃত হলেই এখন থেকে হটলাইন নম্বরে (০১৮৪২১১২১২৮) কল করলেই পৌঁছে যাবে এই ফ্রি অ্যাম্বুলেন্স।
