Logo
Logo
×

কোভিড-১৯

ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কাটলেন হুইপ আতিক

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৫:১৮ পিএম

ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কাটলেন হুইপ আতিক

ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কাটলেন হুইপ আতিউর রহমান আতিক

শেরপুরে কাস্তে হাতে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে কৃষকের ধান কেটে দিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি।

বৃহস্পতিবার সকালে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণই মমিনাকান্দা গ্রামের কৃষক তমজুদ্দিনের ৯০ শতক জমির পাকা ধান কাটেন তারা।

লকডাউন পরিস্থিতিতে শ্রমিক সংকট ও আর্থিক সঙ্গতির অভাবে পাকা ধান কাটতে না পারা কৃষকও এতে দারুণ খুশি। ধানকাটায় স্থানীয় ইউপি চেয়ারম্যান হায়দর আলী, জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দ অংশ নেন।

হুইপ আতিক এমপি বলেন, আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কৃষকের মনে সাহস যোগাচ্ছি। তাদের মনোবল বৃদ্ধির করতে কৃষকের ধানকাটার জন্য তাদের পাশে আছি। আজকে এটার উদ্বোধন করা হল। পর্যায়ক্রমে এটা সদরের ১৪ ইউনিয়নেই এভাবে ধান কাটা হবে।

শেরপুর খামারবাড়ির হিসাব মতে, জেলায় এবার ৮৯ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে ধানকাটা শুরু হয়েছে।

শেরপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম